Sunday, May 19, 2013

Tips for SEO/BLOG


যারা ব্লগিং/SEO করেন তারা সবসময় সচেষ্ট থাকেন কিভাবে ব্লগে আরও ভিজিটর বৃদ্ধি করা যায়। কারণ ভিজিটরই ব্লগের প্রাণ। ব্লগে ভিজিটর বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের উপায় রয়েছে। এগুলি সঠিকভাবে করতে পারলে ব্লগে প্রচুর পরিমান ভিজিটর পাওয়া সম্ভব। যারা ব্লগিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্যও ভিজিটর বৃদ্ধির উপায়গুলি জানা প্রয়োজন। তো চলুন দেখে নেওয়া যাক ব্লগে ভিজিটর বৃদ্ধির ১০টি কার্যকরী টিপস
. আপনার ব্লগে নিয়মিত ইউনিক আর্টিকেল পোস্ট দিন।
. বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আপনার ব্লগের পোস্টগুলি শেয়ার করুন
. আপনার ব্লগকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করুন যেন সার্চ ক্রল বার আপনার পোস্টগুলিকে সহজেই খুজে পায়
. সোশ্যাল বুকমার্কিং সাইটে আপনার পোস্টগুলি সাবমিট করুন
. আপনার ব্লগের সঙ্গে সম্পর্কিত অন্যান্য ব্লগে কমেন্ট করুন এবং ব্যাকলিংক দিন
. বিভিন্ন ফোরামে অংশগ্রহন করুন এবং সিগনেচার ব্যবহারের মাধ্যমে আপনার ব্লগের ব্যাকলিংক দিয়ে আসুন
. সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়ার জন্য মেইন কীওয়ার্ড এবং রিলেটেড কী ওয়ার্ড ব্যবহার করে পোস্ট লিখুন
. আপনার ব্লগের আরএসএস ফিড সেটিং করুন। এটিও ব্লগে ভিজিটর বৃদ্ধিতে সহায়তা করবে
. বিভিন্ন ব্লগে গিয়ে গেস্ট ব্লগিং করুন। পাশাপাশি আপনার ব্লগেও গেস্ট ব্লগিংয়ের সুযোগ রাখুন
১০. ইয়াহু আ্যনসার সাইটে অংশগ্রহনের মাধ্যমেও আপনার সাইটে ভিজিটর বৃদ্ধি করতে পারেন

No comments: